Ticker

6/recent/ticker-posts

ডাক্তারি থার্মোমিটার

মানব শরীরের উষ্ণতা মাপার জন্য ডাক্তারেরা যে থার্মোমিটার ব্যবহার করেন, তাকে ডাক্তারি থার্মোমিটার বলে।


ডাক্তারি থার্মোমিটারের  গঠন:-

১) ডাক্তারি থার্মোমিটার একটি সর্বত্র সমান ব্যাসের সূক্ষ্ম রন্ধ্র বিশিষ্ট শক্ত কাচের কৌশিক নল।

২)  নলের এক প্রান্ত বন্ধ এবং অপর প্রান্তে একটি পাতলা কাচের চোঙাকৃতি বাল্ব থাকে।

৩) বাল্বটি এবং কৌশিক নলের  কিছু অংশ পারদ ভর্তি থাকে। নলের বাকি অংশে সামান্য পারদ বাষ্প থাকে।

৪)  বাল্বের কাছে কৌশিক নলটি খুব সরু ও বাঁকানো থাকে।

5)  উষ্ণতা মাপার জন্য কাচ নলের গায়ে উষ্ণতার স্কেল আকা থাকে। জীবিত মানুষের দেহের উষ্ণতা সাধারণত 95°F থেকে110°F(35°C-43°C) এর মধ্যে ওঠানামা করে সেইজন্য ডাক্তারি থার্মোমিটারে 95°F থেকে 110°F এবং 35°C থেকে 43°C পর্যন্ত দাগ কাটা থাকে।

৬) 98.4°F বা 36.9°C এর কাছে একটি তীর চিহ্ন দেওয়া থাকে। যা মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা সূচিত করে। 


ডাক্তারি থার্মোমিটারে কার্যপ্রণালী:-

১) থার্মোমিটারের বাল্বটিকে  সাধারণত জিভের তলায় বা বগলের মধ্যে 1 থেকে 2 মিনিট চেপে রাখতে হবে।


২)  ভাল্বের ভেতরের পারদ দেহ থেকে উষ্ণতা গ্রহণ করে তাপীয় সাম্যবস্থার অর্থাৎ দেহের সমান উষ্ণতা লাভ করে।


৩)  এই উষ্ণতা অনুযায়ী পারদ আয়তনে বেড়ে, কৌশিক নলের বাঁকানো অংশটি পার হয়ে একটি নির্দিষ্ট ধাগে পৌঁছায়। 


৪) থার্মোমিটার দেহের বাইরে আনলে বাল্বের পারদ সংকুচিত হয়। কিন্তু কৌশিক নলের পারদ বাঁকানো অংশ দিয়ে বাল্বে ফিরতে পারে না। পারদ সূত্রটি যেখানে ছিল সেখানেই থাকে। ফলে দেহের সঠিক তাপমাত্রা পাওয়া যায়।

৫) থার্মোমিটার টি আবার ব্যবহার করার পূর্বে এটিকে ঝাঁকিয়ে নলের পারদকে বাল্বে ফিরিয়ে আনতে হয়।


 যেহেতু এই থার্মোমিটার দেহের সর্বোচ্চ তাপমাত্রা নির্দেশ করে, সেজন্য এটি একটি "গরিষ্ঠ থার্মোমিটার"।


 ডাক্তারি থার্মোমিটার ব্যবহারে সর্তকতা:-

১) দেহের উষ্ণতা মাপার আগে থার্মোমিটার কে ঝাঁকিয়ে পারদ সূত্র 95°F বা 35°C-এর(থার্মোমিটারে যেরকম অংশাঙ্কন আছে) নিচে নামিয়ে আনতে হয়।


২) 1 থেকে 2 মিনিট ধরে থার্মোমিটার কে দেহের সংস্পর্শে রাখতে হয়। না হলে থার্মোমিটার দেহের সঠিক উষ্ণতা নির্দেশ করবে না।


৩) থার্মোমিটারের কোন কুণ্ডকে কখনো হাত দিয়ে ধরা উচিত নয়। এতে থার্মোমিটারের পাঠ বেড়ে বা কমে যেতে পারে।


৪) থার্মোমিটারের কুন্ডু কে কখনো ফুটন্ত জলে ডোবানো উচিত নয়। কারণ, ফুটন্ত জলের উষ্ণতা 212°F বা 100°C এর বেশি। ফলে পারদ এত বেশি প্রসারিত হবে যে, চাপে থার্মোমিটার ভেঙে যাবে।


৫) থার্মোমিটারের কুন্ডটি পাতলা কাচের তৈরি বলে খুব সাবধানে ব্যবহার করতে হয়।


৬) থার্মোমিটার কে শিশুর নাগালের বাইরে রাখতে হবে। কারণ শিশুর হাত থেকে পড়ে গেলে  থার্মোমিটার ভেঙে যাবে।

Post a Comment

0 Comments