পটভূমি:-
ব্রিটিশ সরকার নেহেরু রিপোর্টের প্রস্তাবগুলি গ্রহণের ব্যাপারে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকার করলে সংগ্রামে অবতীর্ণ হওয়া ছাড়া কংগ্রেসের সামনে আর কোন পথ খোলা ছিল না। তাই ১৯২৯ খ্রিস্টাব্দে ২৯ শে ডিসেম্বর তরুণ নেতা জহরলাল নেহেরুর সভাপতিত্বে লাহোর কংগ্রেসের অধিবেশন বসে। সভাপতি নেহেরু এক সংক্ষিপ্ত আবেগপূর্ণ বক্তৃতার মাধ্যমে বলেন যে, পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য(Complete freedom from British domination and British imperialism)।
তিনি এক ঐতিহাসিক প্রস্তাবের মাধ্যমে বলেন যে, এখন থেকে কংগ্রেসের আদর্শ পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা। ৩১ শে ডিসেম্বর রাত্রি বারোটার সময় জহরলাল এর নেতৃত্বে শত সহস্র কংগ্রেসী রাণী (ইরাবতী) নদীর তীরে উপস্থিত হন। জহরলাল ব্যাপক হর্ষধ্বনির মধ্যেই ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন ক’রে দীপ্ত কন্ঠে পূর্ণ স্বাধীনতার দাবি ঘোষণা করলেন।
লাহোর কংগ্রেসের গুরুত্ব:-
১) কংগ্রেসের উদ্ভবের প্রায় ৩৫ বছর পর কংগ্রেস এই প্রথম পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার দাবি উত্থাপন করে।
২) গান্ধীজী নিজে সভাপতি পদ ত্যাগ করে জহরলাল নেহেরুকে সেই পদে বসান।
৩) ফলে কংগ্রেসের ওপর মহাত্মা গান্ধীর কর্তৃত্ব সুদৃঢ় হয়।
৪) দেশের বিপ্লবী যুব সম্প্রদায় কংগ্রেসের প্রতি রাজনৈতিক আস্থা স্থাপন করে।
৫) কংগ্রেস তাদের দাবি মানতে সরকারকে ২৫ দিন সময় দেয়। সরকার তা না মানলে, স্বাধীনতা লাভ পর্যন্ত কংগ্রেস ২৬শে জানুয়ারি দিনটিকে প্রতীকী স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৬) আইন অমান্য আন্দোলনের হোয়াট ভূমিকা বা প্রেক্ষাপটে রচিত হয়।
৭) এই অধিবেশনে গোলটেবিল বৈঠকে যোগদান করার সিদ্ধান্ত বাতিল করা হয়।
৮) এই অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয় যে, দু'দিন পরেই মধ্যরাত্রে স্বাধীনতার শপথ নেয়া হবে।
৯) সমাজতন্ত্র ও হিন্দু মুসলমান সমস্যা নিরসনের উপর জোর দেয়া হয়।
১০) কৃষকদের উপর থেকে অন্তত ৫০ শতাংশ খাজনা হ্রাস করার দাবি উত্থাপন করা হয়।
১১) কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা এবং সহকারী পদ গ্রহণের সব রকম সুযোগ বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্তব্য:-
লাহোর কংগ্রেস স্বাধীনতা দিবস পালনের দিনটিকে অনুসরণ করেই পরবর্তী সময়ে ১৯৫০ খ্রিস্টাব্দে ২৬ শে জানুয়ারি দিনটি স্বাধীন ভারতের প্রজাতান্ত্রিক দিবস হিসেবে স্বীকৃতি পায়। জনগণ স্বাধীনতা অর্জনের জন্য জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আন্দোলনে যোগ দেন। ১৯৩০ এর সূচনায় ভারত বর্ষ এক অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি করে।
0 Comments